ফরিদপুরে করোনায় আক্রান্ত নারী চিকিৎসা নিলেন আরোগ্য সদনে, ডাক্তার সহ ১১জন হোম কোয়ারেন্টাইনে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২০

ফরিদপুরে করোনায় আক্রান্ত নারী চিকিৎসা নিলেন আরোগ্য সদনে, ডাক্তার সহ ১১জন হোম কোয়ারেন্টাইনে


 

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শহরের আরোগ্য সদনে গত রবিবার সকালে করোনায় আক্রান্ত হয়ে এক নারী ভর্তি হন। পরে তার অবস্থা খারাপ হলে চিকিসৎকদের কথা মতো ওই দিন বিকেলের দিকে তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। সোমবার ঢাকায় চিকিৎসাকলীন অবস্থায় পরীক্ষার মাধ্যমে তার করোনা পজিটিভ পাওয়া যায়। সে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানাগেছে। তিনি শহরের ১নং হাবেলী গোপালপুর এলাকার বাসিন্দা বলে জানাগেছে। 


তবে আরোগ্য সদন হাসপাতালে এ বিষয়ে জানতে টেলিফোনে যোগাযোগ করলে তারা বলেন আমাদের হাসপাতালে এই মূর্হুতে কেউ নেই। আমরা এই বিষয় সমন্ধে কিছুই বলতে পারবো না।

   
এদিকে এ খবর মঙ্গলবার শহরে আসা মাত্র প্রশাসনের তরফ থেকে তাকে চিকিৎসা দেয়া দুই চিকিৎসক ডাঃ কামাল উদ্দিন ও ডাঃ ওয়াহিদুজ্জামানকে হোম কোয়ারেন্টাইন এ পাঠানো হয়েছে। একই সাথে তাকে সেবা দেয়া তিন নার্স, তিন ওর্য়াড বয়, এক জন আয়া , একজন ক্লিনার এবং একজন অফিস সহকারীসহ মোট ১১জনকে হোম কোয়ারেন্ট্াইন করা হয়। এদের মধ্যে চিকিৎসকদের বাড়িতে হোম কোয়ারেন্টাইন করা হলেও বাকিদের আরোগ্য সদনের ১০ম তলায় হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছেন হাসপাতাল কৃর্তপক্ষ। 
 

এ ব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান জানান, আমরা বিষয়টি জানার সাথে সাথে তাকে চিকিৎসা দেয়া ডাক্তার, নার্স, ওর্য়াড বয়সহ ১১জনকে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি। একই সাথে তার স্বজন ও আশেপাশের যার যার সাথে তিনি মেলা মেশা করেছেন তাদের সকলকে ট্রেস করে তাদেরকেও হোম কোয়ারেন্টাইন এর ব্যবস্থা করার কাজ চলছে। তিনি বলেন, এ বিষয়টি কোতয়ালী থানাকে দেখভাল করার দায়িত্ব দেয়া হয়েছে।


বিষয়টি নিয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, আমরা জানার সাথে সাথে এই ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। একইসাথে ডাক্তারসহ ১১ জনকে হোম কোয়ারেন্টাইন এর নেয়া হয়েছে।  এরপরও  যদি প্রয়োজন হয় আরোগ্য সদন হাসপাতালটিকে লক ডাউন করে দেয়া হবে। 

Post Top Ad

Responsive Ads Here