‘বাংলাদেশের নাম শুনে হাত তালি দিলেন বিদেশিরা’ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ২৩, ২০২১

‘বাংলাদেশের নাম শুনে হাত তালি দিলেন বিদেশিরা’



সময়/আর্ন্তজাতিক:

রাশিয়ার সেন্ট পিটার্সবাগে শিপবিল্ডার্স শিল্পের একটি সেমিনারে বাংলাদেশের নাম শুনে সেমিনারে আগতরা তিন-চার মিনিট ধরে হাত তালি দিয়েছেন বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বাংলাদেশ জাহাজ শিল্পে অন্য জায়গায় স্থান করে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।


নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, রাশিয়ার সেন্ট পিটার্সবাগে শিপবিল্ডার্স শিল্পের একটি সেমিনারে গিয়েছিলাম, সেখানে আমি বক্তব্য রাখার সময় বাংলাদেশের নাম শুনে তিন-চার মিনিট ধরে হাত তালি দিলেন বিদেশিরা। সেখানে তো কেউ আমাকে চেনেন না। কিন্তু বাংলাদেশের নাম শোনামাত্রই হাত তালি দিলেন। এটা শুধু শিপবিল্ডার্স ও মেরিন আর্কিটেক্টে এগিয়ে যাবার ফল।


শনিবার রাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ট্রান্সফরমিং টু এ শিপবিল্ডার্স অ্যান্ড এক্সপার্টিং কান্ট্রি: চ্যালেঞ্জ ফর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী।


নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, নৌ খাত বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এখন বেসরকারি খাতের উদ্যোক্তারা চাইলেই ব্যাংক ঋণ পাচ্ছেন। ব্যাংকের টাকায় ব্যবসা করতে পারছেন। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। শিপবিল্ডার্স শিল্পে বেসরকারি উদ্যোক্তারাও এগিয়ে আসবেন। এ খাতে যে সম্ভাবনা রয়েছে, সেটা কাজে লাগাতে হবে।


তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের কথা বলতে গেলে বলতে হবে প্রয়াত অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর কথা। তিনি হলেন বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের কারিগর। তিনি বদলে দিয়েছেন এই সেক্টর। বঙ্গবন্ধু হলেন উন্নয়নের মূল কারিগর। সেই আদর্শ ধারণ করে জামিলুর রেজা চৌধুরী অবকাঠামো উন্নয়নে কাজ করে গেছেন।


প্রতিমন্ত্রী বলেন, আজকের যে উন্নয়নের বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেটা বঙ্গবন্ধুর ৩ বছরের শাসনামলের ফল। বঙ্গবন্ধু প্রতিটা সেক্টরে উন্নয়ন করেছেন। তিনি ভিশনারি লিডার ছিলেন। বঙ্গবন্ধু বাংলাদেশ শিপিং করপোরেশন গঠন করে গেছেন। 


খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, বঙ্গবন্ধু কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তার দেখানো পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি একাধিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। 

তিনি বলেন, শিপ ইয়ার্ড এখন প্রাণ ফিরে পাচ্ছে। এখন যুদ্ধ জাহাজও দেশে তৈরি করা হচ্ছে। আমরা ছোট বেলায় নৌকায় চড়েছি। আমরা জাহাজ না বানালে কে বানাবে। মেরিন আর্কিটেক্ট আমাদের সাবজেক্ট।


ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে ও যন্ত্রকৌশল বিভাগের সম্পাদক আবু সাঈদ হিরোর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আব্দুস সবুর, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রেসিডেন্ট মো. নূরুল হুদা এবং ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক খবিরুল হক চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন মো. শাহাদাত হোসেন শিবলু।




Post Top Ad

Responsive Ads Here