ফরিদপুরের সালথায় অবৈধ স্থাপনা উচ্ছেদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ২৫, ২০২১

ফরিদপুরের সালথায় অবৈধ স্থাপনা উচ্ছেদ



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচলনা করেছেন ফরিদপুর সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। সোমবার দুপুরে সালথা উপজেলার সদর বাজারের বাইবাস সড়কে এ অভিযান চালানো হয়। এ সময় ওই সড়কের পূর্বপাশে থাকা ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ। 


ফরিদপুর সড়ক বিভাগের উপ-প্রকৌশলী মো. আবুল হোসেন জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ ও মাইকিং করে প্রচারনা চালানো হয়েছিল। কিন্তু অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় দুপুরে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
 

ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খ.ম নকিবুল বারী জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপদ বিভাগের জমির সীমানা লাল পতাকা দিয়ে নির্ধারন করা হয়। উচ্ছেদ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. দবির উদ্দীন ও সালথা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারুফা সুলতানা খান হীরামনিসহ সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here