ফরিদপুরের নগরকান্দায় ভূমিদুস্যর হাত থেকে জমি বাচাঁতে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারী ০১, ২০২১

ফরিদপুরের নগরকান্দায় ভূমিদুস্যর হাত থেকে জমি বাচাঁতে মানববন্ধন

 


ফরিদপুর  প্রতিনিধি :  
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার মহিলারোড সন্তোষি এলাকার পেট্্রল পাম্প মালিক মোঃ জামাল মীর এর হাত থেকে নিজেদের জমি বাচাঁতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ জমির মালিক সহ স্থানীয়রা। সোমবার দুপুর ১২টায় ওই স্থানে ক্ষতিগ্রস্থ ৩/৪টি পরিবার সহ এলাকাবাসীর উদ্যোগে আধাঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


এসময় উপস্থিত ছিলেন ওই জমির মালিক মোঃ আলমগীর মাতুব্বর, দিলীপ কুমার, অন্তা বিশ্বাস, মিন্টু, লুৎফর সহ স্থানীয়রা।


মানববন্ধনে জমির মালিক মোঃ আলমগীর মাতুব্বর বলেন, নগরকান্দা উপজেলার মানিকনগর মৌজার ২৮৩ নং খতিয়ানের ৩২৬ নং বিএস দাগের ১০ শতাংশ জমিতে দোকান পাট নির্মান করে ভাড়া দিয়েছে আমরা। গত কিছুদিন যাবত পেট্্রল পাম্প মালিক মোঃ জামাল মীর আমাদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। সোমবার সকালে জমির সামনে রাস্তায় ব্যারেল দিয়ে জমিতে যেতে বাধা প্রদান করছে। তিনি বলেন, তাদের কোন কাগজ নেই শুধুমাত্র অবৈধ ক্ষমতা খাটিয়ে বাধা দিয়ে এখন জমি দখলের পায়তারা করছে। আমরা প্রশাসনের কাছে নায্য বিচার দাবি করছি। 


ওই জমির কোন কাগজপত্র নেই এ কথা স্বীকার করে পেট্রল পাম্পের নজেল(তেল মাপা কর্মী) শামীম বলেন, আমাদের পাম্পে ট্রাক আসা সমস্যা হয় এই কারনে আমরা বাধা দিয়েছি। 


এদিকে এই বিষয়টি নিয়ে এলাকায় উৎতপ্ত অবস্থা বিরাজ করছে। যেকোন সময় ঘটতে পারে যেকোন ধরনের বড় সহিংসতা।        
      

Post Top Ad

Responsive Ads Here