ফরিদপুরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির তিন মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারী ০১, ২০২১

ফরিদপুরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির তিন মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধণ



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত "ন্যাশনাল সার্ভিস কর্মসূচির তিন মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধণ করা হয়েছে।  সোমবার সকাল সাড়ে ১১ টায়  মাল্টিপারপাস হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।


উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মোঃ নইম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, ব্যাংক এশিয়া লিমিটেডের হেড অফ এজেন্ট ব্যাংকিং এস ভি পি মোঃ আহসান উল আলম, এফ ভি পি জাকির হোসেন ভূইয়া, সালথা থানার ওসি তদন্ত সুব্রত গোলদার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তফা আহসান কামাল। এসময় উপজেলার ৫শ বেকার যুবক-যুবতী প্রশিক্ষনে সুযোগ পান। 


উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার বলেন, প্রশিক্ষনের মাধ্যমে প্রত্যেককে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কর্ম ছাড়া ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। তাই সবাইকে কাজের মাধ্যামে সেরা হয়ে উঠতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী চান দক্ষ জনশক্তি গড়ে তুলতে। আমরা তার নির্দেশনায় কাজ করে যাচ্ছি। উন্নত বাংলাদেশ গড়তে সবাই কাজে মন দিতে হবে।

Post Top Ad

Responsive Ads Here