রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :
মহিপুরে হাত পা বেঁধে মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান (২২) কে ৬ দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে লতাচাপলী ইউনিয়নের ¯øুইজগেট এলাকার বালুবাহী নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ডিঙ্গি নৌকা ফাতরার বন এলাকায় বালু আনতে যায়। এসময় বালুবাহী নৌকা দেখে রায়হান চিৎকার করে তাদের কাছে সাহায্য চাইলে তারা রায়হানকে উদ্ধার করে মহিপুর থানা পুলিশকে খবর দিয়ে তাদের কাছে হস্তান্তর করে। উদ্ধারের সময় রায়হানের হাত বাঁধা ছিল বলে জানান বালুবাহী নৌকার শ্রমিকরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুুপুরে বাড়ি থেকে শ্বশুর বাড়ি তালতলী যাওয়ার পথে নিখোজ হয় যুবক রায়হান। পরে শুক্রবার সকালে রায়হানকে মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর ৯জনকে আসামী করে বায়হানের পিতা মহিপুর থানায় ১টি মামলা দায়ের করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মামলা রুজুর ৪৮ ঘন্টার মধ্যে রায়হানকে উদ্ধার করে তাকে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান এবং ইতিমধ্যেই মামলার ৯ আসামীর মধ্যে ২জনকে বিপুল পরিমান মদ তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে।