নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:
সারাদেশের ন্যায় ফরিদপুরে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। ফরিদপুরে সিভিল সার্জন সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি ।
তিনি জানান, এ পর্যন্ত জেলায় ২০ হাজার করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন হয়েছে, আমরা প্রথম দিনে নয় উপজেলায় ১১টি কেন্দ্রে এক যোগে দুই হাজার করোনা ভ্যাকসিনের টিকা প্রদান করবো।
উদ্বোধনী দিনে জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম ও ফমেক হাসপাতালের ডাঃ অনন্ত কুমার বিশ্বাসকে করোনা ভ্যাকসিন প্রদানের মধ্য দিয়ে এ কর্মসূচির শুভ সূচনা হয়।
এরপর ভ্যাকসিন গ্রহণ করেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান (বিপিএম), জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. সুবোল চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শামসুল হক ভোলা মাষ্টার, ফমেক হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুর রহমান, পৌর মেয়র অমিতাভ বোস, সিভিল সার্জন ডা: সিদ্দিকুর রহমান, প্রথম আলো সাংবাদিক পান্না বালা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, বি এম এ এর সভাপতি ডাঃ আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, সাধারণ সম্পাদক ডাঃ মাহফুজুর রহমান বুলু, স্বাচিপের সভাপতি ডাঃ আব্দুল জলিল মিয়া, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মো. মোস্তাফিজুর রহমান, ফমেক হাসপাতালের পরিচালক ডাঃ মো. সাইফুর রহমান প্রমুখ।