বাংলাদেশের নতুন কোচ রঙ্গনা হেরাথ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ২৬, ২০২১

বাংলাদেশের নতুন কোচ রঙ্গনা হেরাথ


 

সময় সংবাদ ডেস্কঃ


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন শ্রীলংকান কিংবদন্তি রঙ্গনা হেরাথ। নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরির স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে নেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্সকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।


কিউই কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টরির সঙ্গে বাংলাদেশের চুক্তি শেষ হওয়ার পর থেকেই হেরাথের নাম শোনা যাচ্ছিলো। বিসিবির সঙ্গে এই সাবেক লঙ্কান স্পিনারের কয়েক দফায় বৈঠকও হয়েছে।


অবশেষে হেরাথের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে বিসিবি। কিছুদিন আগে লঙ্কান সংবাদমাধ্যম আইল্যান্ড ক্রিকেট জানিয়েছে, হেরাথ পারিশ্রমিক হিসেবে দৈনিক ১ হাজার ৫০০ ডলার দাবি করেছিলেন।


এ সময় হেরাথের শর্ত ছিল তিনি বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে বছরে ১২০ দিন কাজ করবেন। তবে বিসিবি এই বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেনি।


জানা গেছে, হেরাথকে দীর্ঘ মেয়াদে নিয়োগ দিয়েছে বিসিবি। ভেট্টরির আগে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন সাকলাইন মুস্তাক ও সুনীল জোশি।

Post Top Ad

Responsive Ads Here