ফরিদপুরে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ২৩, ২০২১

ফরিদপুরে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন



 ফরিদপুরঃ

আজ ২৩ জুন, আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী। করোনা ভাইরাসের সংক্রমণ বেশী হওয়ায় ফরিদপুরের বিভিন্ন পৌর এলাকায় জেলা প্রশাসনের লকডাউন চলছে। এ কারণে দলীয় নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ফরিদপুরে আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। করোনার ভয়াবহতা বিবেচনায় রেখে শুধুমাত্র জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সহযোগী সকল সংগঠনের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/যুগ্ম আহ্বায়কগণ উপস্থিত ছিলেন।  


সকাল ৮.৩০ টায় শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করেন দলের নেতা কর্মীরা।


জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, সহ সভাপতি শামীম হক ও যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান। 


এছাড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দীন আহমেদ মানু, সাংগঠনিক সম্পাদক কে এম সেলিম, মাহবুবুল আলম জিন্নাহ, দপ্তর সম্পাদক এ্যাডঃ অনিমেষ রায়, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল ফয়েজ শাহনেওয়াজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ জাহিদ ব্যাপারী, আওয়ামী লীগ নেতা আবু নাঈম, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রদীপ কুমার দাস লক্ষন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার, রাহাত খান, জেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি শওকত আলী জাহিদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মেদ  রবিন, শ্রমীক লীগ সভাপতি আক্কাস হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি তামজীদল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদনা ফাহিম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 


বক্তারা এ সময় বলেন, আওয়ামীলীগের নেতৃত্বেই ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। আওয়ামীলীগের তৎকালীন  সভাপতি বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব বাংলার সাধারণ জনগনকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল যা বাস্তবে রুপ নেয় ১৯৭১ সালে। এজন্য বাংলাদেশ অপর নাম শেখ মুজিবুর রহমান। আর বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারই কন্য জননেত্রী শেখ হাসিনার অদম্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। জাতির জনক আমাদের দিয়েছেন স্বাধীনতা, তার কন্যা দিয়েছেন উন্নত রাষ্ট্র। 


এ সময় নেতৃবৃন্দ দেশের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার করেন।



মোঃরিফাত ইসলাম


Post Top Ad

Responsive Ads Here