তেলের ট্যাংকারের সঙ্গে ধাক্কায় ডুবে গেল পণ্যবাহী জাহাজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ২২, ২০২১

তেলের ট্যাংকারের সঙ্গে ধাক্কায় ডুবে গেল পণ্যবাহী জাহাজ


 

সময় সংবাদ ডেস্কঃ


চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকায় তেলের ট্যাংকারের সঙ্গে ধাক্কায় ‘এমভি রুহুল আমিন খান’ নামে একটি পণ্যবাহী লাইটার জাহাজ ডুবে গেছে। 

সোমবার (২১জুন) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য নিয়ে মাঝিরঘাট এলাকার একটি ঘাটে ভেড়ানোর সময় তেলের ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছেন নৌ পুলিশের ওসি মিজানুর রহমান।


সদরঘাট নৌ পুলিশের ওই কর্মকর্তা বলেন, পণ্যবাহী লাইটার জাহাজ ‘এমভি রুহুল আমিন খান’ মাঝিরঘাটে ভেড়ানোর সময় ‘ওটি মিক হৃদয়-১’ নামের তেলবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। তেলবাহী জাহাজটি সেখানে নোঙর করা ছিল। ধাক্কা দেওয়ার পর ‘রুহুল আমিন খান’ জাহাজটি ধীরে ধীরে ডুবে যায়। এ সময় আশপাশের নৌযান গিয়ে নাবিকদের উদ্ধার করে। তারা এখন নিরাপদে আছেন।’


এ ঘটনায় ‘ওটি মিক হৃদয়-১’ নামের তেলবাহী জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থলে নৌ পুলিশের তৎপরতা রয়েছে।



চট্টগ্রাম বন্দরসচিব মো. ওমর ফারুক সংবাদ মাধ্যমকে জানান, দুর্ঘটনা কবলিত জাহাজটি উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here