গত ২৪ ঘণ্টায় এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ২৮, ২০২১

গত ২৪ ঘণ্টায় এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড




সময় সংবাদ ডেস্কঃ


দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৬৪ জন। যা এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা দেশের চতুর্থ সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৬ জনে। 


এর আগে, রোববার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১৯ জনের মৃত্যু হয়। তখন মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭২ জনে। ওই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৫ হাজার ২৬৮ জন। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা দাঁড়ায় ৮ লাখ ৮৮ হাজার৪০৬ জনে।


উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here