কঠোর লকডাউনের প্রজ্ঞাপন আসছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ২৫, ২০২১

কঠোর লকডাউনের প্রজ্ঞাপন আসছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 


সময় সংবাদ ডেস্কঃ


যেকোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুতই কঠোর বিধিনিষেধের প্রজ্ঞাপন আসছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শুক্রবার গণমাধ্যমকে দেয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।


তিনি বলেন, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে এরই মধ্যে দেশের ৭ জেলায় লকডাউন জারি করা হয়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঈদের আগে কঠোর লকডাউন আসতে পারে।


আরও পড়ুন: ‘কারফিউর’ মতো হতে পারে শাটডাউন


প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন পেলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।


এদিকে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বৃহস্পতিবার সারাদেশে ১৪ দিনের জন্য শাটডাউনের সুপারিশ করেছে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ কথা জানানো হয়।


কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ বলেন, ওষুধ, ফায়ার সার্ভিস, গণমাধ্যম ছাড়া সবকিছু ১৪ দিন বন্ধ করে মানুষ যদি এই কষ্ট মেনে নিতে পারে তাহলে আগামীতে ভালো হবে। তা না হলে শনাক্ত যেভাবে বাড়ছে তা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে। শাটডাউন দিলে বন্ধ থাকবে সবকিছু। অফিস-আদালত, বাজারঘাট, গণপরিবহনসহ সব বন্ধ থাকবে। কেবল জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠান খোলা থাকবে। এ সময়ে বাসার বের হতে পারবে না কেউ।

Post Top Ad

Responsive Ads Here