৯ দিন বিরতির পর সংসদের বৈঠক শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ২৮, ২০২১

৯ দিন বিরতির পর সংসদের বৈঠক শুরু


 


সময় সংবাদ ডেস্কঃ


দীর্ঘ নয় দিন বিরতির পর সংসদের বৈঠক আজ সোমবার বেলা ১১টায় শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠকের শুরুতেই প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়েছে। 

এর আগে, ১৭ জুন সংসদের বৈঠক মুলতবি করা হয়। আজ সংসদের বৈঠকে একাধিক বিল উত্থাপনসহ প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা হবে। আগামী ২৯ জুন অর্থবিল এবং ৩০ জুন বুধবার মূল বাজেট পাস হওয়ার কথা রয়েছে।


এদিকে স্বাস্থ্যবিধি মেনে গত ২ জুন বাজেট অধিবেশন শুরু হয়। গত ৩ জুন ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে ২০২১-২২ অর্থবছরের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


দুদিন বিরতির পর ৬ জুন থেকে বাজেট প্রস্তাবনার ওপর আলোচনা শুরু হয়। ৭ জুন সম্পূরক বাজেট পাসের পর ১৪ জুন পর্যন্ত মুলতবি রাখা হয় সংসদ। ১৪ থেকে ১৭ জুন পর্যন্ত সংসদে সাধারণ আলোচনা হয়। এরপর টানা ১০ দিনের জন্য বৈঠক মুলতবি করা হয়।

Post Top Ad

Responsive Ads Here