সমুদ্রে মাছধরা ট্রলার মাঝিদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হলো - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ২২, ২০২১

সমুদ্রে মাছধরা ট্রলার মাঝিদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হলো



রাসেল কবির মুরাদ , কলাপাড়া  প্রতিনিধি:

   মহিপুরে সমুদ্রগামী ট্রলার মাঝিদের সাগরের জীববৈচিত্র্য সংরক্ষন  এবং দায়িত্বশীল নিরাপদ মৎস্য আহরন আচরনবিধি অনুলীলন বিষয় তিন দিনের প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে হ্যান্সড্ কোস্টল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ-২) অ্যাক্টিভিটি'র উদ্যোগে ওয়ার্ল্ডফিশ ও মৎস্য অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। এ প্রশিক্ষনে ৩০ জন সমুদ্রগামী ট্রলারের মাঝি অংশ গ্রহন করেন। প্রশিক্ষনার্থী ট্রলার মাঝিদের সমুদ্রিক জীববৈচিত্র্যে বিবরন গুরুত্ব ও সংরক্ষনের প্রয়োজনীতা সম্পর্কে ধারনা দেয়া হয়।


বিদ্যালায় পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন বিপ্লব'র সভাপতিত্বে কর্মশালায প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেযারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। স্বাগত বক্তব্য রাখেন, ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ পটুয়াখালী সহকারি গবেষক সাগরিকা স্মৃতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান তালুকদার, উপজেলা সিনিযর মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, কুয়াকাটা নৌ-পুলিশ ফারির ইনচার্জ এ এস আই মো: কামরুল ইসলাম, কলাপাডা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক'র সভাপতি রুমান ইমতিয়াজ তুষার,  জেলে প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মহিপুর ট্রলার মালিক সমিতির সভাপতি দেলোয়ার মাঝি, কলাপাড়া উপজেলা মাঝি সমিতির সভাপতি মন্নান মাঝি, সাবেক সভাপতি নূরু মাঝি প্রমুখ।


Post Top Ad

Responsive Ads Here