ইউপি নির্বাচন স্থগিতের প্রজ্ঞাপন জারি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ২৯, ২০২১

ইউপি নির্বাচন স্থগিতের প্রজ্ঞাপন জারি



সময় সংবাদ ডেস্কঃ


 করোনাভাইরাসের কারণে দেশের সব ইউনিয়ন (ইউপি) পরিষদের নির্বাচন স্থগিতের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মঙ্গলবার বিকেলে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থগিতাদেশ প্রাপ্ত ইউপিতে নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন বর্তমান জনপ্রতিনিধিরা। 


প্রজ্ঞাপনে বলা হয়, সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। এর ফলে জনসমাগম এড়ানোর লক্ষ্যে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান স্থগিত করেছে।

এতে আরো বলা হয়, মেয়াদোত্তীর্ণ এবং আশু মেয়াদোত্তীর্ণ হবে এমন ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ১০১ ধারা মোতাবেক প্রশাসনিক অসুবিধা দূরীকরণার্থে বিদ্যমান ইউনিয়ন পরিষদগুলোর জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হলো।


উল্লেখ্য, ২০১৬ সালের প্রথম দিকে ৫ ধাপে অনুষ্ঠিত হয় সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৪ হাজার ১শ‘টির বেশি ইউপিতে ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করে স্থানীয় সরকার বিভাগ। এরই মধ্যে প্রথম ধাপে গত ২১ জুন ২০৪টি ইউপি নির্বাচন সম্পন্ন করে ইসি।

Post Top Ad

Responsive Ads Here