ব্রিটিশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে রাশিয়ার গোলাবর্ষণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ২৩, ২০২১

ব্রিটিশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে রাশিয়ার গোলাবর্ষণ


 

সময় সংবাদ ডেস্কঃ


কৃষ্ণ সাগরে অবস্থানরত এক ব্রিটিশ যুদ্ধজাহাজকে সর্তক করতে গোলাবর্ষণ ও বোমা নিক্ষেপ করেছে রাশিয়া।

বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ব্রিটিশ ডেস্ট্রয়ারটি ক্রিমিয়ার কাছে রাশিয়ার তিন কিলোমিটার সমুদ্রসীমায় ঢুকে পড়ায় সেটিকে সতর্ক করে দিতে রুশ নৌবাহিনীর প্যাট্রল শিপ ও ফাইটার জেট এসইউ-২৪ থেকে পর পর চারটে বোমা ছোঁড়া হয়।


তারা আরো জানায়, এর মাধ্যমে ‘এইচএমএস ডিফেন্ডার’ নামের ওই ডেস্ট্রয়ারটিকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। তাদের এটা বুঝানো হয়েছে যে যদি রাশিয়ার সীমান্ত লঙ্ঘন করা হয় তাহলে হামলার মুখোমুখি হতে হবে।


তবে রাশিয়ার এই দাবি নাকচ করে দিয়েছে ব্রিটেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডেস্ট্রয়ারটির দিকে কোনো গোলা ছোঁড়া হয়নি।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া। তবে এই অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি বিশ্ব।


মস্কো জানিয়েছে, গোলা ছোঁড়ার পর ডেস্ট্রয়ারটি যাত্রাপথ পরিবর্তন করেছে। ব্রিটিশ জাহাজটির দিকে একটি রাশিয়ান প্যাট্রল শিপ দু’বার গোলা ছুঁড়ে এবং একটি সুখোই এসইউ-২৪ ফাইটার জেট চারটি বোমা ফেলে।


সূত্র: আল-জাজিরা

Post Top Ad

Responsive Ads Here