সময় সংবাদ ডেস্কঃ
টানা বেশ কয়েকদিন বৃষ্টিপাতের পর দুদিন আকাশে সূর্য্যের দাপট দেখা গেছে। একই সঙ্গে কমেছে বৃষ্টিপাত। কিন্তু শুক্রবার পর আর রোদের ঝলমল থাকছে না। এদিন থেকে আবারো বৃষ্টিপাত হতে পারে।
বুধবার আবহাওয়া অফিস থেকে এমনই আভাস জানানো হয়েছে।
২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত হলেও তা পরিমাণে ছিল কম। তার মধ্যে চাঁদপুরে ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা দেশের সবচেয়ে বেশি। আর ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২৪ মিলিমিটার।
এদিকে আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, গত দুদিন তুলনামূলক কম বৃষ্টিপাত হয়েছে। ২৩, ২৪ ও ২৫ জুন মোটামুটি একই রকম থাকতে পারে। ২৫ জুন রাত থেকে বা ২৬ জুন থেকে বৃষ্টিপাত বাড়ার আভাস রয়েছে।