মগবাজারের ভবনটির বিস্ফোরক গ্যাস নিয়ে যা জানালো পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ২৯, ২০২১

মগবাজারের ভবনটির বিস্ফোরক গ্যাস নিয়ে যা জানালো পুলিশ


 


সময় সংবাদ ডেস্কঃ


মগবাজারের ভয়াবহ বিস্ফোরণে ভূপাতিত ভবনটিতে ১২ শতাংশ বিস্ফোরক গ্যাসের উপস্থিতি ছিল। এসব গ্যাসের মধ্যে বেশিরভাগ মিথেন। গ্যাস বাতাসে মিশেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল পরিদের্শন শেষে মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের (সিটিটিসি) প্রধান ডিআইজি আসাদুজ্জামান।


তিনি বলেন, গত রোববার রাখি নীড় নামের ভবনটির বিস্ফোরণের ঘটনায় পুলিশের কাউন্টার টেরোরিজমের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা কমিটির সব সদস্য আজ (মঙ্গলবার) ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছি। কেন এ ধরনের ঘটনা ঘটছে তা খতিয়ে দেখতে আমরা কাজ শুরু করেছি।


ডিআইজি আসাদুজ্জামান আরো বলেন, কোথাও বদ্ধ অবস্থা তৈরি হয়ে ৫ থেকে ১২ শতাংশ গ্যাস থাকলে তা বাতাসে মিশ্রিত হয়ে বিস্ফোরণ ঘটায়। মগবাজারের ঘটনাস্থল থেকে মিথেনসহ ১২ শতাংশ বিভিন্ন ধরনের গ্যাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। এর মাধ্যমে বিস্ফোরণ ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 


এদিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে যাচাই-বাছাই করে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

Post Top Ad

Responsive Ads Here