সময় সংবাদ ডেস্কঃ
বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ২০২০ এ ভূষিত হওয়ায় নরসিংদীর প্রখ্যাত লোক সাহিত্য প্রত্নতাত্ত্বিক সংগ্রাহক, গবেষক এবং ভাষা সৈনিক মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠানকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার বেলাব উপজেলার বটেশ্বর গ্রামের পাঠান কুটিরে নব নির্মিত গঙ্গা ঋধি জাদুঘর মাঠে ভৈরব ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
পরে সংগঠনটির চেয়ারম্যান অধ্যক্ষ আহম্মেদ আলীর সভাপতিত্বে প্রভাষক বরকতউল্লাহ পাঠানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রত্নতাত্ত্বিক সংগ্রাহক মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান, ভৈরব ইতিহাস ঐতিয্য সংরক্ষণ পরিষদের আহবায়ক মাহিন সিদ্দিকী, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মুনসুর, অধ্যক্ষ এ,কে মোবারক আলী,ভৈরব পৌরসভার সহকারী প্রকৌশলী জিএম সারোয়ার বাতেন,এনায়েত আহম্মেদ,তাজুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তরা গবেষক ও প্রত্নতাত্ত্বিক সংগ্রাহক মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানান। মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান ও তার প্রয়াত পিতা মুহাম্মদ হানিফ পাঠানের প্রত্নতাত্ত্বিক সম্পদ সংগ্রহে দীর্ঘদিনের কষ্ট ও সুখের স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন,সেই ছাত্রজীবন থেকে শুরু করে মাইলের পর মাইল পায়ে হেঁটে আমি এই দুর্লভ বস্তু সংগ্রহ করেছি। ভৈরব থেকে এসে সংবর্ধনা দেয়ার জন্য তিনি ভৈরব ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদকে ধন্যবাদ জানান।