কবির হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ী জেলা পুলিশের প্রচেষ্ঠায় উদ্ধারকৃত ২২ টি দামী মোবাইল ফোন মোবাইলের প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে পুলিশ।
সোমবার (২১শে জুন) সকালে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকের হাতে উদ্ধারকৃত মোবাইল ফোন তুলে দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। হারানো দামী মোবাইলের মধ্যে ছিলো সামস্যাং গ্যালাক্সি জে-৪ , অপ্পো এ -৮৩, আইটেল, আইটেল এ -১৩(+), সিম্ফনি, হুয়ায়ুয়ে, রেডিমি, ভিবো সহ উন্নত ২২ টি মোবাইল ফোন। উদ্ধারকৃত মোবাইলফোনের আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ ৫০ হাজার টাকা।
মোবাইল ফোন ফিরে পেয়ে রাজবাড়ী পুলিশ সুপার সহ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মোবাইল ফোনের প্রকৃত মালিকেরা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার (নবাগত) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (রাজবাড়ী সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন চক্রবর্তী, রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাৎ হোসেন, কালুখালি থানার ওসি (নবাগত) নাজমুল হোসেন, পাংশা থানার ওসি মোঃ মাসুদুর রহমান, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, গোয়ালন্দ থানার ওসি মোঃ আব্দুল্লাহ-আল-তায়াবীর, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক আঃকুদ্দুস বাবু, সাংবাদিক কবির হোসেন, সাংবাদিক আহসাবুল ইয়ামিন রয়েন, শেখ মামুন, রঞ্জু ,খন্দকার রবিউল ইসলাম মজনু প্রমুখ।