ফরিদপুরঃ
ফরিদপুরে সাত দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন ঢিলেঢালা ভাবে পালন করা হচ্ছে। লকডাউন চলাকালে শহরের প্রধান প্রধান সড়কে লোক চলাচল কম থাকলেও । শহরতলীর দিকে প্রায় স্বাভাবিক ছিল জন জীবন।
এছাড়া শহরের বেশকিছু রাস্তায় বাস বেঁধে জনগণের চলাচলে ব্যাহত সৃষ্টি করলেও গ্রামাঞ্চলে ততটা চোখে পড়েনি।
শহরে বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও বিক্ষিপ্ত কিছু দোকান খোলা দেখতে পাওয়া যায়। এছাড়া পরিবহন না পেয়ে সাধারণ জনগণকে পায়ে হেঁটে গন্তব্যে স্থানে যেতে দেখা গেছে। পুলিশি তৎপরতা ছিল অব্যাহত।
এদিকে সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ না থাকার কারণে লোকজন স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম পরিচালনা করেছে।
এছাড়া লকডাউন উপলক্ষে শহরের মার্কেট, হোটেল রেস্টুরেন্ট দোকান-শপিংমল যথারীতি বন্ধ ছিল।,(শহরের কিছুস্থানের লকডাউন এর দৃশ্য)
মোঃরিফাত ইসলাম