সর্বাত্মক লকডাউনে বিনা কারণে বের হলেই গ্রেফতার: ডিএমপি কমিশনার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ৩০, ২০২১

সর্বাত্মক লকডাউনে বিনা কারণে বের হলেই গ্রেফতার: ডিএমপি কমিশনার



সময় সংবাদ ডেস্কঃ


 সর্বাত্মক লকডাউনের মধ্যে বিনা কারণে কেউ ঘর থেকে বাইরে বের হলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।


বুধবার দুপুর ১২টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


ডিএমপি কমিশনার বলেন, এবার লকডাউন ভঙ্গ করে বের হলে আইনি ঝামেলায় পড়তে হবে। রিকশা ব্যবহার করা গেলেও কোনো ইঞ্জিনচালিত যানবাহন ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মাঠে ম্যাজিস্ট্রেট থাকবেন।


তিনি বলেন, এবার আমরা প্রথমবারের মতো যারা বিনা কারণে বাইরে বের হবেন তাদের ২৬৯ ধারায় মামলা দিতে যাচ্ছি। এরপর তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে। এ আইনে মামলা হলে ন্যূনতম ৬ মাসের জেল ও জরিমানা হতে পারে।


























Post Top Ad

Responsive Ads Here