মোঃ সাইফুল আলম নীরব, নিজস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালী সদর উপজেলা আওতাধীন মাদারবুনিয়া,ছোটবিঘাই, বড় বিঘাই যাতায়াতের প্রধান সড়কের বেহাল অবস্থা । এ যেন এক মৃত্যু ফাদ। এই সড়কে এখন চলাচল প্রায় অসম্ভব । কোন যানবাহন যেতে পারে না। পাশেই নদী থাকায় জোয়ারের পানিতে রাস্তা ডুবে যায়। অথচ এই রাস্তাকে ঘিরেই তিনটি ইউনিয়নের মানুষের যাতায়াত ।
অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার মত কোন যানবাহন পাওয়া যায় না। অত্র ইউনিয়ন গুলোর মানুষ এখন ত্রান চায় না তারা রাস্তা চায়। এ যেন করোনার থেকেও ভয়াবহ রুপ নিয়েছে ।
কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন যাতে এই রাস্তাটা অবিলম্বে সংস্কার করা হয়।