সময় সংবাদ ডেস্কঃ
ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির মামলায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে এ মামলার রিমান্ড শুনানি হয়।
এদিন রিমান্ড শুনানি চলার সময় মামলার প্রধান আসামি নাসির উদ্দিন বিচারককে উদ্দেশ্যে বলেন, আমার বয়স ৬৫ বছর। আমি সারাজীবন সমাজসেবা করেছি। অতীতে আমার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ ছিল না। আমাকে রিমান্ডে না নিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদ করুন।
এসময় নাসির-অমির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৫ জুন সাভার থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন তাদের গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। নাসির ও অমি মাদক মামলায় রিমান্ডে যাওয়ায় ওইদিন রিমান্ড শুনানি হয়নি।