দেশজুড়ে লকডাউন নিয়ে যা জানালো স্বাস্থ্য অধিদফতর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ২৩, ২০২১

দেশজুড়ে লকডাউন নিয়ে যা জানালো স্বাস্থ্য অধিদফতর


 

সময় সংবাদ ডেস্কঃ


দেশে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। এজন্য সংক্রমণ ও মৃত্যুতে ঝুঁকিপূর্ণ জেলা লকডাউন করা হচ্ছে। এরই মধ্যে দেশজুড়ে লকডাউনের ব্যাপারে পরিকল্পনা জানালেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন।  

বুধবার স্বাস্থ্য অধিদফতর আয়োজিত নিয়মিত করোনা বুলেটিনে অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, দেশজুড়ে আপাতত লকডাউন নয়। তবে পরিস্থিতি যদি নাজুক হয় এবং প্রতিটি জেলায় যদি সংক্রমণ ২০ শতাংশের ওপরে চলে যায়, তাহলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।


তিনি আরো বলেন, আমরা আপাতত ঢাকার পার্শ্ববর্তী সাত জেলার সংক্রমণ পরিস্থিতি দেখছি। যদি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারি এবং ঢাকার পরিস্থিতি নাজুক হলে শুরুতে ঢাকাকেই লকডাউনের আওতায় নেয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here