সময় সংবাদ ডেস্কঃ
চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার নুর মোস্তফা টিনুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের এসি (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ।
তিনি বলেন, ২৩ মে অস্ত্র মামলায় টিনুর জামিন আবেদন নামঞ্জুর করে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন উচ্চ আদালতের আপিল বিভাগ। সেই নির্দেশে রোববার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করলে তা নাকচ করে টিনুকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
এর আগে, ২২ এপ্রিল টিনুর জামিন বাতিল চেয়ে উচ্চ আদালতের আপিল বিভাগে পিটিশন দায়ের করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে ২৩ মে তাকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন উচ্চ আদালতের আপিল বিভাগ ।
২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের কাপাসগোলা এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ টিনুকে গ্রেফতার করে র্যাব। পরে তার দেওয়া তথ্যমতে বাসায় তল্লাশি চালিয়ে একটি শর্টগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওই ঘটনায় টিনু ও তার সহযোগী জসিম উদ্দিনের নামে পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে মামলা হয়। মামলাটির তদন্ত শুরুর দিকে পুলিশের হাতে থাকলেও পরবর্তীতে আদালতের নির্দেশে তদন্তভার পায় র্যাব। সেই মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর চলতি বছরের ২৩ জানুয়ারি অস্থায়ী জামিনে মুক্তি পান টিনু।
জামিনে বেরিয়ে সম্প্রতি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতির ওপর হামলাসহ ফের নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ান টিনু। তার বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া রয়েছে চকবাজার ও পাঁচলাইশ থানা এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ। ২০১৮ সালে নগর পুলিশের তৈরি করা তালিকায় কিশোর গ্যাংয়ের গডফাদার হিসেবে প্রথম সারিতে রয়েছেন টিনু।