বৃষ্টিতে বালি সরে যেতেই বেরিয়ে পড়লো সারি সারি লাশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ২৭, ২০২১

বৃষ্টিতে বালি সরে যেতেই বেরিয়ে পড়লো সারি সারি লাশ


 

সময় সংবাদ ডেস্কঃ


করোনায় মৃতদের লাশ ফেলে দেয়া হয়েছে নদীর বালিতে। আর সামান্য বৃষ্টির পানিতে বালি সরে যেতেই বেরিয়ে পড়লো সারি সারি লাশ। মর্মান্তিক এ দৃশ্যটি দেখা গিয়েছে ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে রাজ্যে।

জানা গেছে, নদীর ধারে ধারে সারি দিয়ে পড়ে লাশগুলো বালির উপরে গেরুয়া কাপড়ে ঢাকা। বর্ষাকাল আসতে না আসতেই বালি থেকে বেরিয়ে পড়ল ওই সব লাশ। যাদের কারো কারো মুখে আবার লাগানো রয়েছে অক্সিজেন মাস্ক। কোথাও আবার গ্লাভসে ঢাকা হাত।


উত্তরপ্রদেশের ইলাহাবাদে বর্ষায় গঙ্গার পানিস্তর বাড়তেই ভেসে উঠেছে একের পর এক লাশ। গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০টি লাশ একের পর এক ভেসে উঠতে দেখা গেছে। সংবাদমাধ্যমে সেই ছবি ধরা পড়তেই সেখান থেকে লাশগুলোকে সরানোর চেষ্টা শুরু করে দেয় প্রশাসন।


বালি দিয়ে এত দিন লাশগুলো বেশ ভালোই চাপা পড়েছিল। তবে বর্ষা আসতেই বিপত্তি বাড়ে। বর্ষার পানি বালি সরতেই সেই লাশগুলো দেখা যেতে থাকে। খবর পেয়েই ঘাটে ছুটে যান পৌরপ্রশাসনের কর্মীরা। তড়িঘড়ি লাশগুলোর সৎকার করার ব্যবস্থাও করেন তারা।

Post Top Ad

Responsive Ads Here