২০২১ সালের এইচএসসি পরীক্ষার জন্য অনলাইনে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ২৫, ২০২১

২০২১ সালের এইচএসসি পরীক্ষার জন্য অনলাইনে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড


 

সময় সংবাদ ডেস্কঃ


২০২১ সালের এইচএসসি পরীক্ষার জন্য অনলাইনে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৭ জুন শুরু হয়ে তা শেষ হবে ৭ জুলাই। বিজ্ঞান শাখার জন্য ফরম পূরণের ফি ২ হাজার ৫০০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা হবে না, তাই এ সংক্রান্ত কোনো ফি’ও নেয়া যাবে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।


বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণের প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত বছর এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। এর পরিবর্তে জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের গড়ের উপর এইচএসসির ফলাফল দেওয়া হয়। এ বছর ৮৪ দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেয়ার পরিকল্পনা হলেও করোনার কারণে তা অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Post Top Ad

Responsive Ads Here