ফরিদপুরে করোনাকালীন সময়ে বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ শাকসবজি বিক্রয় শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ২৪, ২০২১

ফরিদপুরে করোনাকালীন সময়ে বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ শাকসবজি বিক্রয় শুরু



 ফরিদপুরঃ

ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস এর নির্দেশনায় ফরিদপুর পৌরসভার সাতাশটি ওয়ার্ডে করোনাকালীন সময়ে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ শাকসবজির বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

এর অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ডে একজন বিক্রেতা ভ্যানে করে বিভিন্ন ধরনের শাক সবজি বিক্রি করে থাকছেন।

এদিকে করোনার কারণে বিভিন্ন এলাকার লোকজন এসব দোকান থেকে শাকসবজি সংগ্রহ করছেন।

তাছাড়া তুলনামূলক দাম কম হওয়ায় অনেককেই এসব দোকান হতে শাকসবজি সংগ্রহ করতে দেখা যায়।

বিক্রেতারা জানান প্রয়োজনে ক্রেতারা ফোন দিলে  তারা হোম ডেলিভারির ব্যবস্থা করে দেন। এসব ভ্রাম্যমাণ ভ্যানে  যে সমস্ত  শাক সবজি বিক্রি হয় সেগুলো হলো বেগুন, ঢেঁড়শ, কাঁচা মরিচ, কলা, পটল ,কুমড়ো, ধুন্দল, পুঁইশাক ও ডাটা শাক।

এই কার্যক্রমের আয়োজক প্রতিটি ওয়ার্ডের নাগরিক কমিটি। এ ব্যাপারে বিক্রেতারা জানান করোনাকালীন সময়ে  প্রতিদিনই তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।


মোঃরিফাত ইসলাম

Post Top Ad

Responsive Ads Here