মমেকে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা শনাক্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ২৭, ২০২১

মমেকে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা শনাক্ত


 


সময় সংবাদ ডেস্কঃ


রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগে ২০২০ সালের ১৬ জুন সর্বশেষ জেলায় এক দিনে সর্বোচ্চ ১৪৫ জনের করোনা শনাক্ত হয়।

রোববার সকালে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম তিনি বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার এক লাফে ২৭ দশমিক ৬২ শতাংশে পৌঁছেছে। আগের দিন যা ছিল ১২ দশমিক শূন্য ৩ শতাংশ।


এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে এক নারী ও কিশোরীর মৃত্যু হয়েছে। তারা হলেন- ঈশ্বরগঞ্জের ফিরোজা বেগম ও ধোবাউড়ার আইরিন বেগম। 


বিষয়টি নিশ্চিত করে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান বলেন, ফিরোজা বেগম নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) এবং আইরিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।


তিনি আরো বলেন, বর্তমানে করোনা ওয়ার্ডের ১৩ আইসিইউ ওয়ার্ডের বিপরীতে রোগী ভর্তি আছে ১২ জন। ২১০টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে রোগী আছে ১৮৮ জন।

Post Top Ad

Responsive Ads Here