ভোলায় জমিতে ধান রোপন নিয়ে সংঘর্ষে একজন নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ২৪, ২০২১

ভোলায় জমিতে ধান রোপন নিয়ে সংঘর্ষে একজন নিহত



এ,কে এম গিয়াসউদ্দিন:

ভোলায় ধান রোপণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নুরুল ইসলাম ওরুফে কান্টু ব‌্যাপারী (৪৫) নামের একজন নিহত হয়েছেন। 


নিহত ব্যক্তি পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডোগী গ্রামের মো. মফিজুলের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্ততঃ ১০-১২ জন। পরে ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।


আজ (২৪ জুন)বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরগাজীপুর চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী মো. নাছির ফরমান জানান, বৃহস্পতিবার সকালের দিকে কামাল তালুকদার গ্রুপের নিহত কান্টু ব‌্যাপারীসহ বেশ কয়েকজন চর গাজীপুরে জমিতে ধান রোপণ করতে যান। এ সময় লাল মিয়া গ্রুপের লোকজন তাদের বাধা দেন। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে কান্টু ব‌্যাপারী নিহত হন এবং আরও ১০-১২ জন আহত হন। 


এ সময় স্থানীয়দের সহযোগিতায় লাল মিয়া গ্রুপের ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ শেখ ঘটনার সত‌্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


অপরদিকে, ভোলা সদর মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন  জানান, চরে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে। ৭ জন আটক রয়েছে। তবে কতজন আহত হয়েছেন তা সঠিক ভাবে জানা যায় নি।


 তিনি আরও বলেন এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে  সরেজমিনে সঠিক তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় বিচার করা হবে।



Post Top Ad

Responsive Ads Here