সময় সংবাদ ডেস্কঃ
ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী নারীদের ফেসবুক হ্যাকের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে মামুন মিয়া নামক এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ বছর বয়সী ওই তরুণকে সুনামগঞ্জ জেলার হাওর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই তরুণের প্রতারণা বিষয় তুলে ধরেন ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী নারীদের সঙ্গে ফেসবুকের বিভিন্ন গ্রুপের মাধ্যমে পরিচিত হতেন তিনি। পরে ফেসবুকের মতো হুবহু নকল আরেকটি ওয়েবসাইট তৈরি করে সেই লিংক ইনবক্সে শেয়ার করে বলতেন, তিনি আমেরিকায় একটি ফটো কনটেস্টে অংশগ্রহণ করেছেন। তার একটি ভোট প্রয়োজন। তাকে ভোট দেওয়ার জন্য ওই লিংকে ক্লিক করে প্রবেশ করতে চাইলে নতুন করে ফেসবুকের আইডি ও পাসওয়ার্ড দিতে হতো। আর এভাবে নারীদের আইডি হ্যাক করে নিতেন মামুন। এরপর নারীদের সেই আইডি ব্যবহার করে শুরু করতেন প্রতারণা।
একই কায়াদায় নতুন আইডি হ্যাকের পাশাপাশি নারীদের আইডি ব্যবহার করে বাংলাদেশে থাকা তাদের আত্মীয়-স্বজনদের কাছে অন্য আত্মীয়ের সহযোগিতার জন্য চাইতেন টাকা। এভাবেই প্রবাসী নারীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।
অতিরিক্ত কমিশনার জানান, মামুন মিয়া এসএসসি পাস। স্থানীয় একটি ট্রেনিং সেন্টার থেকে আইটির ওপর একটি কোর্স করে প্রতারণা শেখেন তিনি।