রাসেল কবির মুরাদ , কলাপাড়া প্রতিনিধি:
কলাপাড়ায় “মুজিববর্ষের অঙ্গীকার একজন মানুষও গৃহহীন থাকবেনা” - এই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান কার্যক্রম ২য় পর্যায় এর শুভ উদ্বোধন হয়েছে। রবিবার সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এ কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। এ সময় ২য় পর্যায়ে ৪৫৯টি উপজেলার ৫৩ হাজার তিনশত চল্লিশটি পরিবারের মধ্যে দুই শতক জমি সহ সেমিপাকা ঘর প্রদান করা হয়। এসময় কলাপাড়ার সুবিধাভোগী ১১০ পরিবারের মধ্যে ৫৮ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার জমির দলিল এবং ঘরের চাবি তুলে দেয়া হয়েছে।
অনুষ্ঠানে কলাপাড়া প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি এম সরফরাজ আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনা নাসরিন সীমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো: শহীদুল হক, সহকারী কমিশনার ভূমি জগৎবন্ধু মন্ডল, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ সভাপতি এবং বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক নিউ নিউ খেইন, লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, বালিয়াতলি ইউপি চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান হেমায়েত উদ্দিন হিরন, ধানখালী ইউপি চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন, কলাপাড়া পল্লী বিদ্যুৎ কেন্দ্র'র ডিজিএম মো: শহীদুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু সিকদার, কুয়কাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস,কে, রঞ্জন, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ, উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী গৃহহীন এবং ভুমিহীন পরিবারের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, দুই শতক জমিসহ সেমিপাকা ঘরের সাথে মসজিদ, কবরস্থান, স্কুল, ওয়ারিংসহ বিদ্যুৎ সংযোগ, গভীর নলকূপ, পুকুর, টয়লেট, খেলার মাঠ এবং উপকারভোগীদের ৩২টি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার ব্যাবস্থা রয়েছে।