পণ্য ডেলিভারির পরই টাকা পাবে ইভ্যালিসহ ই-কমার্স প্রতিষ্ঠান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ২৪, ২০২১

পণ্য ডেলিভারির পরই টাকা পাবে ইভ্যালিসহ ই-কমার্স প্রতিষ্ঠান


 

সময় সংবাদ ডেস্কঃ


ইভ্যালিসহ ই-কমার্স প্রতিষ্ঠানগুলো এখন থেকে ক্রেতাদের কাছে পণ্য ডেলিভারির পরই টাকা পাবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডাব্লিউটিও সেল) হাফিজুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক তাদের এসব লেনদেন নিয়ন্ত্রণ করবে।

বৃহস্পতিবার (বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে ‘ডিজিটাল কমার্স পরিচালনা’ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ডাব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।


তিনি বলেন, খুব শিগগিরই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটি এসওপি সার্ভিস ডেভেলপ করা হবে, যাতে পণ্য ডেলিভারির আগে পেমেন্ট আগে না হয়। ব্যাংক বা ক্রেডিট কার্ড যাদের আছে, তারা পেমেন্ট কন্ট্রোল করবে।


অতিরিক্ত সচিব হাফিজুর রহমান বলেন, পেমেন্ট দেওয়ার পর পণ্য ডেলিভারি হলে তারা যদি ম্যাসেজ পায়, তারপর সেই পেমেন্ট কনফার্ম করবে। এটাই মোটামুটি সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এসওপি ডেভেলপ করা হবে। ইমিডিয়েট বিষয় হলো- বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পেমেন্ট সিস্টেম কন্ট্রোল করা হবে।

Post Top Ad

Responsive Ads Here