সময় সংবাদ ডেস্কঃ
মহাকাশ গবেষণা নিয়ে যারা একটু-আধটু খোঁজ রাখেন, তাদের কাছে হাবল স্পেস টেলিস্কোপ নামটি খুবই পরিচিত। শক্তিশালী এই দূরবীক্ষণযন্ত্র মহাকাশে অবস্থানের ৩০ বছর পূর্ণ হলো গত এপ্রিলে। এর মধ্যেই এলো দুঃসংবাদ, মহাকাশে অচল হয়ে পড়েছে এই টেলিস্কোপ।
শুক্রবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র এক বিবৃতিতে জানানো হয়, বহু যুগান্তকারী আবিষ্কারের হাতিয়ার নাসার হাবল স্পেস টেলিস্কোপ (এইচএসটি) গত ১৩ জুন থেকে কাজ করছে না।
নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) যৌথ উদ্যোগে হাবল স্পেস টেলিস্কোপ ১৯৯০ সালের ২৪ এপ্রিল যাত্রা শুরু করে। তার পর থেকে এটি একের পর এক অভূতপূর্ব ছবি তোলার মাধ্যমে মহাবিশ্ব সম্পর্কে জ্যোতির্বিদদের ধ্যানধারণা পাল্টে দিতে থাকে।
নাসা আরও জানিয়েছে, মূল হাবল টেলিস্কোপটির কোনো গলদ ধরা পড়েনি। বিজ্ঞান গবেষণার অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রও সচলই রয়েছে। ১৪ জুন পেলোড কম্পিউটারটিকে সারানোর চেষ্টা করা হয়েছিল গ্রাউন্ড স্টেশন থেকে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।
পেলোড কম্পিউটার হাবল টেলিস্কোপের খুবই গুরুত্বপূর্ণ অংশ। কারণ, এই কম্পিউটারই টেলিস্কোপে থাকা বিজ্ঞান গবেষণার সব যন্ত্রকে নিয়ন্ত্রণ করে। কোনো যন্ত্র কখন কীভাবে পরিচালিত হবে, তার নির্দেশ পাঠায় এই কম্পিউটারই। তা ছাড়া এটি টেলিস্কোপের স্বাস্থ্যের উপরেও নিয়মিত নজর রাখে।
হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি হিসেবে নাসা ৮৮০ কোটি মার্কিন ডলার ব্যয়ে পাঠাতে যাচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি)। এটি অবলোহিত রশ্মির অনুকূলে কাজ করতে পারবে এবং ট্রানজিস্টিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইটের মাধ্যমে আবিষ্কৃত কয়েকটি গ্রহের আবহমণ্ডল নিয়ে গবেষণা চালাবে।