সময় সংবাদ ডেস্কঃ
বিশ্বজুড়ে ৪ কোটি ১০ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। খাদ্য দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ায় খাদ্য নিরাপত্তার ওপর বর্তমান চাপের কারণে এই দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এমন হুঁশিয়ারি দিয়েছে।
মঙ্গলবার (২২ জুন) ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালক ডেভিড বিয়াসলি বলেন, আরও পাঁচ লাখের মতো মানুষ দুর্ভিক্ষের মতো পরিস্থিতির মধ্যে বাস করছেন। আমাদের কাছে এখন চারটি দেশ আছে, যেখানে দুর্ভিক্ষের মতো অবস্থা রয়েছে। ইতিমধ্যে চার কোটি ১০ লাখ লোক দুর্ভিক্ষের দরজায় কড়া নাড়ছে।
ডব্লিউএফপি জানিয়েছে, ৪৩টি দেশের ঝুঁকিপূর্ণদের কাছে পৌঁছাতে এখন ৬০০ কোটি মার্কিন ডলার লাগবে। আমাদের প্রচুর তহবিল দরকার। এখনই এসব তহবিল না আসলে ঝুঁকি কমানো যাবে না।
গত কয়েক দশক ধরে কমতে থাকার পর ২০১৬ সালের পর ফের বাড়তে শুরু করেছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। মূলত সংঘাত ও জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে। ২০১৯ সালে দুই কোটি ৭০ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে ছিলেন। কিন্তু পরের বছর থেকে শুরু হওয়া করোনা মহামারিতে সেই সংখ্যা বাড়িয়ে দিয়েছে।
জাতিসংঘের সংস্থাটি বলছে, গত এক দশকের মধ্যে গত মে মাসে খাদ্যমূল্য সর্বোচ্চ পর্যায়ে বেড়েছে। লেবানন, নাইজিরিয়া, সুদান, ভেনিজুয়েলা ও জিম্বাবুয়েতে মুদ্রামূল্য পড়ে যাওয়ায় নতুন করে চাপ বাড়ছে। খাবারের মূল্য বেড়ে যাওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইথিওপিয়া, মাদাগাস্কার, দক্ষিণ সুদান ও ইয়েমেনে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে। নাইজিরিয়া ও বুরকিনা ফাসোতেও একই অবস্থা।
সূত্র: আল জাজিরা