বাংলাবাজারে ভয়াবহ অগ্নিকান্ড,কোটি টাকার ক্ষয় ক্ষতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ২২, ২০২১

বাংলাবাজারে ভয়াবহ অগ্নিকান্ড,কোটি টাকার ক্ষয় ক্ষতি



দোয়ারা বাজার প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজারে ভায়াবহ আগুনে ৫টি দোকান ভষ্মিভূত। আগুনের লেলিহান শিখা প্রায় ২০ ফুট উঠানামা করে। এতে ক্ষতি কয়েক কোটি হতে পারে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। আগুন লাগার প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর বিকেল ৪টায় স্থানীয় জনসাধারনের চেষ্টা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। 


মঙ্গলবার (২২ জুন) বেলা ১২ টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয়রা জানান বেলা ১২টার দিকে বাংলাবাজারের প্রধান গলির ভেতরে জুমা এন্টারপ্রাইজ ও প্রভা এন্টারপ্রাইজ নামের দুটি ব্যবসা প্রতিষ্টানের সাথে পেট্রোল-ডিজেল, সার,কীটনাশক ও গ্যাস সিলিন্ডারের ডিলারের দোকানে আগুনে সুত্রপাত হয়। এসময় বাজারে আসা লোকজন চারদিকে ছোটাছুটি করতে থাকে।পরবর্তীতে ক্ষনিকের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাংলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমানের মেশিনারিজ দোকান, নিরঞ্জন শীলের সেলুনের দোকান,সাইফুলের কম্পিউটার দোকান,সুভাষ শীলের সেলুনের দোকান আগুনে পুড়ে বিলিন হয়। এছাড়াও এরশাদ হোসেনের টিনের দোকান আংশিক ক্ষয় ক্ষতি হওয়ার কথা জানিয়েছেন। স্থানীয়রা বলেন সুরমা নদীতে ব্রিজ না থাকায় ছাতক ফায়ার সার্ভিস লাফার্জ ফেরি হয়ে ঘটনাস্থলে পৌছতে বিলম্ব হওয়ার কারণে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ,পুলিশ পরিদর্শক দেবদুলাল ধর,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।

ছাতক ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ ফয়সল আহমদ অগ্নিকান্ডের বিষয়ে বলেন, বাজারের পেট্রোল-ডিজেল ও গ্যাস সিলিন্ডারের ওই দোকানে কোন লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনই বলা যাচ্ছে না।

Post Top Ad

Responsive Ads Here