ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে ২য় পর্যায়ের ঘরের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ২০, ২০২১

ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে ২য় পর্যায়ের ঘরের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা


 


দোয়ারাবাজার প্রতিনিধিঃ  

সারাদেশের ন্যায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন -গৃহহীন ২০ পরিবারের মধ্যে ৫ টি পরিবারকে জমি, গৃহ প্রদান সহ ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। রোববার সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে ভিডিও কনফারেন্সে প্রধান মন্ত্রী ২য় পর্যায়ের ঘরের শুভ উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম ভূমিহীন -গৃহহীন ৫ টি পরিবারকে জমিও গৃহ প্রদান সহ ঘরের চাবি হস্তান্তর করেন।   


এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, বীরপ্রতীক আব্দুল হালিম, আব্দুল মজিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, মাধ্যমিক শিক্ষা অফিসার-আজাদুর রহমান ভুইয়া, শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল কাহির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিম হায়দার, সহকারী শিক্ষা অফিসার আবু রায়হান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ঘর পাওয়া উপকার ভোগী প্রমূখ।

Post Top Ad

Responsive Ads Here