সিসি ক্যামেরার আওতায় আসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ২০, ২০২১

সিসি ক্যামেরার আওতায় আসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক


 


সময় সংবাদ ডেস্কঃ


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ক্যামেরা বসানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।   


মন্ত্রী বলেন, আমরা মহাসড়কে এখন সিসি ক্যামেরা স্থাপন করছি। ক্যামেরার টেন্ডারও হয়ে গেছে। ঢাকা থেকে চট্টগ্রামের সড়কটি পুরোপুরি ক্যামেরার নিয়ন্ত্রণে চলে আসবে। আমাদের পুলিশ বাহিনী বসে বসে দেখতে পারবে কে কী করছে।  


মন্ত্রী বলেন, ইজারাকৃত জায়গায় স্থানীয় সরকার নির্ধারিত ফি, টোল, পরিবহনের টার্মিনাল ছাড়া অন্য কোনো জায়গা থেকে চাঁদা আদায় করতে পারবে না। নির্ধারিত স্থান থেকে টোল বা রাজস্ব আদায় করতে হবে। সভায় এসব সিদ্ধান্তই নেয়া হয়েছে। পরিবহনের যে চাঁদা, যেটা মালিক বা শ্রমিকরা নিয়ে থাকে সমিতি চালানোর জন্য, সেটাও নির্ধারিত রয়েছে, সেটাও বাস টার্মিনাল বা যেখান থেকে বাস ছাড়েন এর বাইরে কেউ নিতে পারবে না। 

Post Top Ad

Responsive Ads Here