লকডাউনে পাঁচ ট্রেনের চলাচল বাতিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ২২, ২০২১

লকডাউনে পাঁচ ট্রেনের চলাচল বাতিল


 


সময় সংবাদ ডেস্কঃ


করোনাভাইরাসের সংক্রমণে রোধে ৭ জেলায় লকডাউনের ফলে পাঁচটি ট্রেন চলাচল সাময়িক বাতিল করা হয়েছে। ট্রেনগুলো হলো, তুরাগ এক্সপ্রেস, কালিয়াকৈর কমিউটার, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, নকশীকাথা এক্সপ্রেস ও রাজবাড়ী এক্সপ্রেস।

মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুর জেলার মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করা হয়েছে। গাজীপুরের মধ্যে অবস্থিত সব স্টপেজ লকডাউন থাকা পর্যন্ত বাতিল থাকবে। কোনো আন্তনগর ট্রেন থামবে না।  


এছাড়া গোপালগঞ্জ-রাজশাহীর মধ্যে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী নকশীকাথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। 

আরো বলা হয়েছে, খুলনাগামী চলাচলকারী সব ধরনের যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট জেলায় লকডাউন থাকা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।


এর আগে, গতকাল সোমবার করোনাভাইরাসের বিস্তার রোধে ৭ জেলায় লকডাউন ঘোষণা করা হয়। আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।


লকডাউন ঘোষণা করা ৭ জেলা হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ। এসব জেলাতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। শুধু পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহনে বিধিনিষেধ থাকবে না। জরুরি পরিসেবা অর্থাৎ খাদ্য, অষুধ, অ্যাম্বুলেন্স, ফায়ারসার্ভিসের মতো সেবা চলমান থাকবে।


এছাড়া ওই অঞ্চলের সরকারি-বেসরকারি-আধা সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমনকি সাধারণ জনচলাচল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here