ঠাকুরগাঁওয়ে লকডাউনের চতুর্থ দিনে এক বছরের সর্বোচ্চ শনাক্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ২১, ২০২১

ঠাকুরগাঁওয়ে লকডাউনের চতুর্থ দিনে এক বছরের সর্বোচ্চ শনাক্ত


 

সময় সংবাদ ডেস্কঃ


ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণ ঠেকাতে ১৭ জুন থেকে ২৩ জুন পর্যন্ত সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে ২৪ ঘণ্টায় নতুন করে ৭৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এটি এ বছরে এক দিনে সর্বোচ্চ শনাক্ত বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার রাতে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে সদর উপজেলার দুইজন এবং বালিয়াডাঙ্গী উপজেলার একজন রয়েছে। 


সিভিল সার্জন আরো বলেন, কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে ২৪ ঘণ্টায় ১৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৮ জন, পীরগঞ্জে ছয়জন, রাণীশংকৈলে ১১ জন, বালিয়াডাঙ্গীতে ১১ জন এবং হরিপুর উপজেলায় একজন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে আক্রান্তের হার ৪৫ দশমিক ৫৬ শতাংশ। যা গতকালের থেকে ১০ শতাংশ বেশি।


তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদর উপজেলার দুইজন এবং বালিয়াডাঙ্গী উপজেলার একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।



ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত ২ হাজার ৪১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ জন।

Post Top Ad

Responsive Ads Here