রাজশাহীতে করোনায় ২৪ ঘণ্টায় ১৬ মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ২৩, ২০২১

রাজশাহীতে করোনায় ২৪ ঘণ্টায় ১৬ মৃত্যু


 

সময় সংবাদ ডেস্কঃ


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে আটজন করোনায়, সাতজন উপসর্গে এবং একজন করোনামুক্ত হওয়ার পর মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, এই ১৬ জন নিয়ে চলতি মাসের ২৩ দিনে (১ থেকে ২৩ জুন) হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ২৪৫ জন। এর মধ্যে ১১৯ জনই মারা গেছেন করোনা শনাক্তের পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।


তিনি আরো বলেন, করোনায় মারা যাওয়া আটজনের মধ্যে পাঁচজন রাজশাহীর, একজন চাঁপাইনবাবগঞ্জের, একজন নাটোরের এবং একজন নওগাঁর বাসিন্দা। উপসর্গে মারা যাওয়া নয়জনের মধ্যে তিনজন রাজশাহীর, দুজন চাঁপাইনবাবগঞ্জের, একজন নাটোরের, দুজন নওগাঁর এবং একজন ঝিনাইদহের বাসিন্দা। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। 


তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন। এর মধ্যে রাজশাহীর ৪৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, নাটোরের দুজন, নওগাঁর পাঁচজন, পাবনা দুজন এবং অন্যান্য একজন রয়েছে। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪২ জন।

এছাড়াও বুধবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৩০৯ বেডের বিপরীতে করোনা ও উপসর্গে রোগী ভর্তি রয়েছেন ৪১০ জন। মঙ্গলবার ভর্তি ছিলেন ৩৯৩ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে রাজশাহীর ২৭৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬০, নাটোরের ২৬, নওগাঁর ৩৪, পাবনার ৯, কুষ্টিয়ার তিন, চুয়াডাঙ্গার দুই ও অন্যান্য দুজন রয়েছে।


মঙ্গলবার রাজশাহীর দুই ল্যাবে মোট ৫৫৪ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে ১৭৬ জনের। এ দিন রাতে প্রকাশিত দুটি পিসিআর ল্যাবের নমুনার ফলাফলে দেখা যায়, রাজশাহীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৪ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ২৫ দশমিক ৭৭ শতাংশ।

Post Top Ad

Responsive Ads Here