পদ্মা সেতুতে গ্যাস পাইপ স্থাপনের কাজ শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ২৬, ২০২১

পদ্মা সেতুতে গ্যাস পাইপ স্থাপনের কাজ শুরু


 

সময় সংবাদ ডেস্কঃ


পদ্মা সেতু দিয়েই গ্যাস যাবে দক্ষিণাঞ্চলে। আর তাই পদ্মা সেতুর গ্যাস লাইন স্থাপনের কাজ চলছে পুরোদমে। সেতুর সবগুলো রেলওয়ে স্ল্যাব বসে যাওয়ার পর এখন গ্যাস লাইন স্থাপনের কাজ চলছে। চীন থেকে সমুদ্রপথে চট্টগ্রাম বন্দর হয়ে ইতোমধ্যে প্রকল্প এলাকায় গ্যাস পাইপ আনার কাজ শুরু হয়েছে। সেতুর দুই পাড়ে এখন পাইপগুলো রাখার জন্য জায়গা তৈরি করা হচ্ছে।


চীন থেকে সমুদ্রপথে ১২ মিটার লম্বা ৫৩১টি পাইপ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। সেখান থেকে ৫টি পাইপ পদ্মা সেতুর মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডে এসে পৌঁছায় বুধবার বিকেলে। শুক্রবার থেকেই ইয়ার্ডে শুরু হয় কর্মযজ্ঞ।


পাইপ যাতে মাটিতে লেগে না যায় সেজন্য দুই মাথা বরাবর বালুর বস্তা দিয়ে প্রায় তিন ফুট উঁচু করা হচ্ছে। একই সঙ্গে ট্রেনের মতো ক্রেন লাইনও স্থাপন করা হয়েছে। কারণ প্রায় সাড়ে ৫ মেট্রিক টন ওজনের পাইপগুলো টেইলর থেকে নামানো এবং ওয়ার্কশপে সরিয়ে নেয়ার কাজ চলে ক্রেনের মাধ্যমে ।

Post Top Ad

Responsive Ads Here