স্বাস্থ্য কমপ্লেক্স পেল পররাষ্ট্র প্রতিমন্ত্রির উপহার পালস অক্সিমিটার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ২২, ২০২১

স্বাস্থ্য কমপ্লেক্স পেল পররাষ্ট্র প্রতিমন্ত্রির উপহার পালস অক্সিমিটার


 

ওবায়দুল ইসলাম রবি( রাজশাহী )প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শাহরিয়ার আলম (এমপি) উপহার হিসাবে পেল ‘পালস অক্সিমিটার। করোনা ভাইরাস শরীরে অক্সিজেনের মাত্রা ও হৃদস্পন্দনের গতি নির্ণয় মাপার যন্ত্রটির নাম হচ্ছে পালস অক্সিমিটার।

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উপহার তুলে দেন বাঘআ’লীগ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। ওই সময় সম্পাদক বলেন, করোনা ভাইরাসের সংক্রমনে হাজার হাজার মানুষ মৃত্যু বরণ করছে। কিন্ত এই মহামারী থেকে রক্ষা পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসকের সুরক্ষা ও সংক্রমণ মোকাবেলার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজে চিকিৎসকের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, এবং সাধরন জনতার মাঝে মাঝে মাস্ক এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। বর্তমান করোনার ছোঁবল প্রবল হচ্ছে তাই প্রতিমন্ত্রী উপহার স্বরূপ বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সকে ‘পালস অক্সিমিটার’ উপহার দিয়েছেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঃপঃ কর্মকর্তা ডা. রাশেদ আহমেদ গনমাধ্যমকে জানান, করোনা ভাইরাস শরীরে অক্সিজেনের মাত্রা ও হৃদস্পন্দনের গতি নির্ণয় করা যন্ত্রটি হলো ‘পালস অক্সিমিটার’। হাতের আঙুলে ‘ক্লিপের সাহায্যে এই যন্ত্রটি ব্যবহার করা হয়। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে কি-না, শরীরে করোনা ভাইরাসের প্রভাবে হয়েছে কি-না এ জন্য ব্যবহার হবে ‘পালস অক্সিমিটার’। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদান করা ৩০টি ‘পালস অক্সিমিটার’ উপজেলায় ২০টি কমিউনিটি ক্লিনিকে ও স্বাস্থ্য কমপ্লেক্স ১০টি ব্যবহার করা হবে।

ওই সময়যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, সদস্য মাসুদ রানা তিলু, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, আড়ানী ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি ও চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহ কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা এবং বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ, সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here