রামেকে করোনায় ১৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪০২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ২১, ২০২১

রামেকে করোনায় ১৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪০২

 



ওবায়ুদুল ইসলাম রবি (রাজশাহী)প্রতিনিধিঃ


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) করোনায় ২৪ ঘন্টায় আরো ১৩ জনের প্রাণ জড়ে গেল। গতকাল রবিবার সকাল থেকে সোমবার সকাল ৬টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। বর্তমান হাসপাতালে করোনা রোগে মোট ভর্তি আছেন ৪০২ জন।


গত ২৪ ঘন্টায় রামেক হাসপাতালে করোনা রোগী ভর্তি হয়েছিল ৬২ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। রামেকের তথ্য মতে করোনায় ১৩ জনের মধ্যে রাজশাহীর ০৩জন, চাঁপাইনবাবগঞ্জের ০৬জন, নাটোরের ০৩ এবং নওগাঁর একজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৬জনই করোনার উপসর্গ নিয়ে ৬জন করোনা পজেটিভ এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।


রামেকে ৩০৯ বেডের করোনা রোগী ভর্তি আছে ৪০২ জন। রাজশাহীর ২৬৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭০ জন, নাটোরের ৩০ জন, নওগাঁর ২৯ জন, পাবনার ৫, কুষ্টিয়ার ২ জন এবং চুয়াডাঙ্গার ০২জন রোগী রযেছে। গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬২ জন। রাজশাহীরই ৪৫ জন রয়েছেন বলে জানান রামেক হাসপাতালেরর পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী।

Post Top Ad

Responsive Ads Here