বোয়ালমারী পৌর মেয়র পৌরসভার জনকল্যাণমুখী বাজেট ঘোষণা করলেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ২৩, ২০২১

বোয়ালমারী পৌর মেয়র পৌরসভার জনকল্যাণমুখী বাজেট ঘোষণা করলেন


 


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : 

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ২০২১-২০২২ অর্থ বছরে ১১০ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ৬৬১ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া। 


বুধবার দুপুর ২টার সময় পৌরসভার কনফারেন্স রুমে স্বাস্থ্য বিধি মেনে পৌর কাউন্সিলর ও সাংবাদিকদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র। 


বাজেটে রাজস্ব আয় প্রস্তাব করা হয়েছে ৫ কোটি ৬৫ লাখ ৪০ হাজার, রাজস্ব আয়ের প্রারম্ভিক জের ২৭ লাখ ৮০ হাজার ৪৬৭ টাকা। উন্নয়ন আয় ১০৪ কোটি ৬৯ লাখ, উন্নয়ন আয়ের প্রারম্ভিক জের ৯৮ হাজার ১৯৩ টাকা।


এসময় পৌর মেয়র সেলিম রেজা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,বাজেটে দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে উদ্ভূত প্রতিকূল অবস্থাকে বিবেচনায় রেখে জনকল্যাণমুখী কার্যক্রমকে প্রাধান্য দেয়া হয়েছে। এ বাজেট বাস্তবায়ন হলে বোয়ালমারী পৌরসভা একটি অত্যাধুনিক পৌরসভা হিসেবে পরিণত হবে’।


এছাড়া করোনা পরিস্থতিতে পূর্ব ঘোষিত কর্মসূচিসমূহ অব্যাহত রেখে যানজট নিরসন ও পরিষ্কার-পরিচ্ছন্ন শহর নির্মাণ এবং বৈশ্বিক মহামারি করোনা প্রাদুর্ভাব রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ চলমান থাকবে বলে জানান।

Post Top Ad

Responsive Ads Here