তিন কিলোমিটার দূরে ভেসে উঠলো নিখোঁজ বৃদ্ধের লাশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ২২, ২০২১

তিন কিলোমিটার দূরে ভেসে উঠলো নিখোঁজ বৃদ্ধের লাশ


 

সময় সংবাদ ডেস্কঃ


জামালপুরের দেওয়ানগঞ্জে ঘাস নিয়ে ব্রহ্মপুত্র নদে সাঁতার দেয়া নিখোঁজ হওয়া বৃদ্ধের লাশ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার ভাটি এলাকা শেখপাড়া থেকে উদ্ধার করা হয়েছে। দুপুরে সোলায়মানের লাশ ভেসে উঠলে খবর পেয়ে স্থানীয়রা বৃদ্ধ সোলায়মান হোসেনের লাশ উদ্ধার করে।

২০ জুন বিকেল থেকে সোলায়মান হোসেন নিখোঁজ হন। বৃদ্ধ সোলায়মানের হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউপির ভাঙ্গা গ্রামের মৃত টুনু সেখের ছেলে। 


নিখোঁজ বৃদ্ধের স্বজনেরা ব্রহ্মপুত্রের তীরে এসে আহাজারি করছে প্রিয়জনকে হারানোর শোকে। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের সঙ্গে এলাকার শত শত মানুষ তীরে ভিড় করে নিহত লাশ দেখতে।


জানা গেছে, নিখোঁজ বৃদ্ধ সোলায়মান হোসেন খুব গরিব মানুষ তার কোনো সন্তান নেই। নিজ পরিবারে একমাত্র স্ত্রীকে নিয়ে ছোট সংসার। অভাবের সংসারে একটি গরু লালন-পালন করে সংসার চালান। সেই গরুর ঘাস কাটতে প্রতিদিন তিনি ব্রহ্মপুত্র নদের পার্শ্ববর্তী চরে ঘাস কাটতে যান। সকালে বের হয়ে দুপুরের দিকে ঘাস মাথায় নিয়ে ব্রহ্মপুত্র নদ সাঁতরে বাড়ি ফিরে আসেন।




প্রতিদিনের মতো ২০ জুন রোববার সকালে তিনি গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বেলা ২টার দিকে বাড়ি ফেরার সময় ঘাস নিয়ে ব্রহ্মপুত্র নদী সাঁতরে আসার সময় মাঝ নদীতে পানির স্রোতে ডুবে নিখোঁজ হন তিনি।


বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে ডুবুরি দল লাশ উদ্ধার করার খবর চারদিকে ছড়িয়ে পড়লে নদের দুই পাশে হাজার হাজার মানুষ ভিড় জমায়। শেষ পর্যন্ত ডুবুরি দল লাশ উদ্ধারে ব্যর্থ হলে সাধারণ মানুষ হতাশ হয়ে ফিরে যান। 


তিনি আরো জানান, সোলায়মান হোসেন লোকটি খুব গরিব। পেটের দায়ে গরুর ঘাস কাটতে গিয়ে নদীতে ভেসে গেল এ ঘটনায় খুব মর্মাহত। পরিবারের খোঁজ-খবর নিয়েছি সাধ্যমতো সব সহায়তা করা হবে।


দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আশেক আল মারুফ জানান, ঘটনার ৩ দিন পর আজ ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে শেখপাড়া এলাকা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।


বাহাদুরাবাদের আকবার আলী বলেন, ব্রহ্মপুত্র নদে সাঁতার দিয়ে ডুবে যাবার পর থেকেই তীরে হাজার হাজার মানুষের আহাজারি চলছিলো। সবার মাঝে সোলায়মানকে হারানোর শোকে শোকাহত। তিনদিন ধরেই এ নিয়ে উপজেলায় চলছিলো খোঁজাখুঁজি। ডুবুরি দল উদ্ধার কাজ পরিত্যক্ত ঘোষণা করলে স্থানীয়দের মাঝে হতাশ দেখা দেয়। শেষ পর্যন্ত আজ দুপুরে বাহাদুরাবাদ ইউপির শেখপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে বৃদ্ধা সোলায়মানের লাশ ভেসে উঠলে স্থানীয় জনতা উদ্ধার করে।

Post Top Ad

Responsive Ads Here