দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড সংখ্যক মৃৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ২৭, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড সংখ্যক মৃৃত্যু




সময় সংবাদ ডেস্কঃ

 দেশে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১৯ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা দেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭২ জনে। এসময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৬৮ জন। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জনে।


রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ হাজার ৪০০ জনের নমুনা পরীক্ষা করে ৫ হাজার ২৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষায় শনাক্তের হার ২১.৫৯। 


এর আগে শনিবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৭ জনের মৃত্যু হয়। তখন মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩ জনে। ওই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৪ হাজার ৩৩৪ জন। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা দাঁড়ায় ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here