মগবাজারে বিস্ফোরণ: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আরো ৩ জন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ২৮, ২০২১

মগবাজারে বিস্ফোরণ: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আরো ৩ জন


 


সময় সংবাদ ডেস্কঃ


রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৫ জনের মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। 

সোমবার সকাল ১০টায় সাংবাদিকদের এ তথ্য জানান শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।


তিনি বলেন, রোববার যেই ১৭ জন রোগী আমাদের এখানে এসেছিল, তাদের মধ্যে ২ জনকে মৃত অবস্থায়ই আনা হয়েছিলো, আর ১ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বাকিদের মধ্যে মোট ৫ জনকে ভর্তি রাখা হয়। এদের ৩ জনের ৯০ শতাংশ করে দগ্ধ ছিল। ২ জনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ও ১ জনকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। বাকি ২ জনকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।


ডা. সামন্ত লাল সেন বলেন, এছাড়া অন্যদেরকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। তাদের শরীরে কাটাছেঁড়া আঘাত ছিলো। আর মরদেহ ৩টি আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান জানান, মগবাজারের বিস্ফোরণের ঘটনায় পাঁচজন এখনো ভর্তি আছেন।


এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে ওই ভবন বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত এবং আহত ও দগ্ধ হয়েছেন অর্ধশতাধিক। 

Post Top Ad

Responsive Ads Here