দোয়ারাবাজার( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে থানা পুলিশের বিশেষ অভিযানে, গভীর রাতে জুয়ার আসর থেকে ৭ জুয়ারিকে আটক করে নিয়ে আসে দোয়ারাবাজার থানার পুলিশ। রবিবার মধ্য রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজারে এ অভিযান চালানো হয়। সোমবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজারে স্থানীয় জুয়ারিরা দীর্ঘদিন যাবত জুয়ার আসর বসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর এর দিক নিদের্শনায় এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই শরীফ মিয়া, এএসআই আকছির মিয়ার সহযোগিতায় সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল বালিউড়া বাজারে জুয়া খেলা অবস্থায় জুয়ার আসর
নগদ ৩ হাজার ৪ শত ৯০ টাকাসহ উপজেলার নরসিংপুর ইউনিনের ফুলকারগাও গ্রামের তাফির আলীর পুত্র মোঃ আরজ আলী (৫০),মৃত ইন্তাজ আলীর পুত্র তৈয়বুর (৪২),লামাসানিয়া গ্রামের মৃত আব্দুল মোতালিবের পুত্র হোসাইন আহমেদ (৪২), বালিউড়া গ্রামের মৃত সমরের পুত্র আব্দুল আহাদ(৫১),মৃত আব্দুল বাতেনের পুত্র আবুল হোসেন(৪২),আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল আজিজ(৪০),খালপাড় গ্রামের মৃত জহুর আলীর পুত্র ফারুকুল ইসলাম(৪৮)কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন,মাদক ও জুয়া নির্মূল করতে পুলিশের পাড়া-মহল্লায় বিশেষ অভিযান চলছে । সেখানে অপরাধী যে দলেরই হোক না কেন ছাড় দেওয়া হবেনা। মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসাবে উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজার থেকে ৭ জন জুয়ারীকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।